জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ কর্মীদের নিয়ে কেক কাটেন ছাত্র লীগ নেতা ফয়সল আহমদ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক সৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নর পিশাচরা নির্মম ভাবে তাকেও হত্যা করেছিল।
১৮/১০/২২ ইং রাত ৮ টায় দরবস্ত বাজারের ঈদগাহ মার্কেটের সামনে কলেজ এবং বিভিন্ন ইউনিয়নের কর্মীদের নিয়ে কেক কাটেন ছাত্র লীগ নেতা ফয়সল আহমদ।
উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সাবেক ছাত্র লীগ নেতা আমিন আহমদ, জৈন্তা ডিগ্রি কলেজের সাবেক ছাত্র লীগ নেতা আব্দুল গফুর।