হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আসন্ন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট খন্দকার একরামুল হক হীরার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, অ্যাডভোকেট শফিকুল আলম, এডভোকেট মিয়াজান আলী, এডভোকেট খন্দকার আব্দুল মতিন, অ্যাডভোকেট কাজী শহিদ, এডভোকেট আব্দুল জব্বার, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।