হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষা নেওয়ার জন্য সকল বেকার যুবকদের আহ্বান জানিয়েছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ হোসেন তালুকদার(ভারপ্রাপ্ত)।
বুধবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশাসনিক কাম একাডেমী ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি বক্তব্য করেন।
বাংলাদেশ সুন্দর ও সূফলতার দেশ এ দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়ার দেশ সেহেতু এ দেশ টাকে আরো উন্নত করতে প্রতিটা নাগরিকদের সচেতন হতে হবে গড়তে হবে সোনার বাংলাদেশ।
বাংলাদেশ উন্নতি ও অগ্রগতি প্রধান সোপান হচ্ছে রেমিটেন্স। বাংলাদেশের নাগরিকরা বিদেশের মাটিতে লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে মাথা উঁচু করে গায়ের গতোর খাটিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী শ্রমিকরা।
বাংলাদেশ কস্টাজির্ত রেমিট্যান্স গড়ে উঠা স্তবম্ভের মজবুত হয়েছে বাংলাদেশের অর্থনীতির ভিত। দেশের অর্থনীতি বর্তমান জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে প্রায় ১৪শতাংশ রেখে চলা রেমিটেন্স হয়ে উঠেছে দেশের উন্নয়ন ও মুদ্রার রিজার্ভ স্ফীতির উল্লেখযোগ্য অংশীদার।
সেহেতু প্রতিটা বেকার যুবকদের আহ্বান জানান টিটিসি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষা নেওয়ার জন্য এখানে ফ্রী বিনা পয়সায় গাড়ি চালানো ড্রাইভিং শেখা,কারেন্টের উপর নানা রকম কাজ, কম্পিউটার কোর্স, মোবাইল সারা কোর্স, বিদেশে কিভাবে কাজ করতে হবে ভাষা শিক্ষার কোর্স,সকল কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হয় ও বিদেশে যাওয়ার ব্যবস্হা করে দেন।টিটিসি একমাত্র প্রতিষ্ঠান বিদেশে যাওয়ার জন্য ফ্রী প্রশিক্ষণ দেন।