মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান সাবান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ) রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৮) বছর। তিনি স্ত্রী,১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাবান চেয়ারম্যান জামায়াতে ইসলামী বাংলাদেশ এর গাংনী উপজেলা কমিটির অন্যতম নেতা ছিলেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি স্ট্রােকজনিত কারণে
ঢাকায় মারা যান।
সাবান চেয়ারম্যান ধানখােলা ইউনিয়নের শানঘাট গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে।
পারিবারিক সূত্র জানায়,সাবান চেয়ারম্যান রাতে ঢাকার বাসায় স্ট্রোক করেন। এসময় তাকে ঢাকা সাভার এলাকার একটি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার তার মরদেহ নিজ গ্রাম শানঘাটে নেয়া হবে বলে জানা গেছে।
এর আগে সকাল সাড়ে ৭টার সময় গাংনী থানাপাড়া গােরস্থান ময়দানে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
পরে সকাল ১১টার দিকে দ্বিতীয় জানাজা নিজ গ্রাম শানঘাট মাদ্রাসায় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এবং স্থানীয় গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হবে।
এদিকে, একাধিকবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও মিষ্টভাষী এবং সর্বজন পরিচিত মশিউর রহমান সাবানের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।