চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়ায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং গোলাপের হাট শাখার দ্বিতীয় বর্ষপূতি পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৩ অক্টোবর) বিকেলে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাটে আলোচনা সভা, গম্ভীরা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গোলাপের হাট এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী রিফাত এন্টার প্রাইজের আয়োজনে এসব অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের রাজশাহী বিভাগের আঞ্চলিক প্রধান মো. রেজওয়ানুর রহমান। বিশিষ্ট সমাজসেবক ও ঘোড়াপাখিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. গোলাম নবীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখার সিনিয়র সেলস ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশীদ মমিন, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের শিবগঞ্জ শাখার মাস্টার এজেন্ট মো. ঈশা, পারকৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মেহেদী হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন, গোলাপের হাট এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী মো. আব্দুল্লাহ আল ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকগণ। পরে সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।