সুজন আলী,রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহোদর ক্লাষ্টারের আয়োজনে ২৩শে অক্টোবর ২০২২ইং রোজ রবিবার রাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহোদর ক্লাস্টারের দিনব্যাপি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়৷ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন বিশেষ অতিথী ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও ঘনশ্যাম৷ এছাড়াও প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন,কুশমত আলী,মাসুদা বেগম,জয়নাল আবেদীন, দিলারা বেগম,আনজুমান আরা,হামিদুর রহমান,তাহেরা বেগম,হামিদূর রহমান, কামরুজ্জামান,(প্রমুখ)৷ বিদ্যালয়ের প্রশি ব্যতীত অন্য ২৭টি বিদ্যালয়ের প্রশিগণ ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ২য় পিরিয়ড এ প্রাক প্রাথমিক,১ম শ্রেণি ও ২য় শ্রেণিতে পর্যবেক্ষণ টুলস অনুযায়ী শ্রেণি পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন৷শিক্ষার মান উন্নয়নে বিশদ আলোচনা ও পর্যালোচনা করা হয়৷ সভা শেষে মাসিক রিটার্ন সহ অন্যান্য চাহিদা তথ্য সহকারী উপজেলা অফিসার কে জমা দেওয়া হয়৷