মোঃ মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও প্রস্তুতি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মিয়াসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।
সভায় মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা, তোপধ্বনি, পুস্পস্তবক অপর্ণ, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকণ, রচনা প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষেও নানান অনুষ্ঠানের কথা জানানো হয়।