কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পর্যটন এলাকায় যুবক যুবতীদের ফটোগ্রাফীর উপর দক্ষতাবৃদ্ধিমূলক ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ।
বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এতে কোম্পানীগঞ্জ উপজেলার ৪০ জন ফটোগ্রাফার এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ফটো সাংবাদিক এসএম শহিদুল ইসলাম, প্রথম আলোর স্টাফ ফটো সাংবাদিক আনিস মাহমুদ, ফটো সাংবাদিক শেখ নাসির।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেকের ক্যামেরা আছে কিন্তু ফটোগ্রাফি বিষয়ক জ্ঞান না থাকায় ভালো ছবি তুলতে পারছে না। ভালো ফটোগ্রাফির জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মুল দ্বায়িত্ব লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কর্মের মধ্য দিয়ে সুস্থ বিনোদনের মাধ্যমে একটি সুন্দর জীবন গড়ার প্রত্যাশায় এ আয়োজন।