মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটের গোপাল নগর আজিরণনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) ভবনের শুভ উদ্বোধন করেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময়ে তিনি বলেন – শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। তিনি আরও বলেন, ধুনটে ৪৫ টি একাডেমিক ভবন ও ২০০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মিত হয়েছে। ধুনটের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় রাখতে হবে।
২ কোটি ৩৮ লক্ষ ৮৬ হাজার ৫৫৩ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধিনে এই একাডেমিক ভবন নির্মিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, মাইদুল ইসলাম রনি, অধ্যাপক সিরাজুল হক লিটন, আফসার আলী, জয়নাল আবেদীন খান, কাউন্সিলর সেলিম রেজা রিমান, জহুরুল ইসলাম তছু, গোপাল নগর ইউ পি চেয়ারম্যান আনোয়ার হোসেন, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেটসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।