হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি,৭ ডিসেম্বর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ গুলিবর্ষণ করে মকবুল হোসেন কে হত্যা, মিথ্যা গায়েবী মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবর-দখল করার প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির সহ- সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ- সভাপতি আঃ রহমান, মোঃ ইলিয়াস হোসেন,সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড.মারুফ আহমেদ বিজন,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান,সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ প্রমূখ।
এসময় মেহেরপুর সদর, মুজিবনগর, গাংনী উপজেলার বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।
সর্ম্পকিত খবর সমূহ.
January 4, 2025