জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের আয়োজনে ১৭ এপ্রিল সোমবার বেলা ১২টায় পুনাক সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫০ জন
বৃদ্ধাশ্রমে আশ্রিত মা ও এতিমদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক কুষ্টিয়ার সভানেত্রী ও কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের সহধর্মিনী দিলরুবা আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। অনুষ্ঠানে ৫০ জন
বৃদ্ধাশ্রমে আশ্রিত মা ও এতিমদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন মা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, মা সকলের আমরা মায়েদের জন্য কিছু করতে চাই । মায়েদের যত্ন নিতে হবে। মা আমাদের অহংকার মা নামটার মধ্যেই রয়েছে আলাদা অনুভূতি। আজ মা না থাকলে আমরা কেউই দুনিয়ার মুখ দেখতে পেতাম না । তাই আমরা সব সময় মায়েদের প্রতি হবো অত্যন্ত আন্তরিক । আর এই কাজটি করে যাচ্ছে পুনাক কুষ্টিয়া। সেই সাথে পুনাক এতিমদের পাশে থেকে তাদের চাহিদা পূরণ করে চলেছে । আমরা সব সময় মানবিক কাজ করে যেতে চাই । আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদের জন্য কিছু করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদের পাশে থাকতে পারি। এছাড়াও অনুষ্ঠানে পুলিশ সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।