মোঃ মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহন ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় লালমোহন উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য, আওয়ামী লীগকে সুসংগঠিত রেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অবর্তমানে জাতির পিতার স্বপ্ন কে লালিত করে সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আওয়ামী লীগ সবসময় সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে।
এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।