চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলা পুলিশে সদ্য যোগদানকৃত জনাব জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল)-কে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন।
জনাব জাকিয়া সুলতানা ৩৬তম বিসিএস-এ পুলিশ ক্যাডারে গত ০৩ সেপ্টেম্বর ২০১৮ খ্রিঃ তারিখ সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঝিনাইদহ সদর থানাধীন পোড়াবাকড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশে দামুড়হুদা সার্কেল অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, জনাব জুলহাস মাহমুদ, আরও-১, রিজার্ভ অফিস, চুয়াডাঙ্গা।