মুসা মিয়া,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার ৫০০ জন হতদরিদ্রে, গরিবের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবি।
সোমবার (১৭ এপ্রিল) বিকেলে
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবির সদর দপ্তরে ইফতার সামগ্রী বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ইফতার সামগ্রী বিতরন কর্মসূচীতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন, ৫৩বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান, উপপরিচাক শ্রী অসিত কুমার নন্দি, সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা ।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বয়সী নারী ও পুরুষ মোট ৫০০ জন গরীব দুস্থ এবং হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সব সময়ই সমাজের গরীব দুস্থ এবং হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।