সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (২৬) নামে এক যুবকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ৪নং লেহেম্বা ইউপির গাংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে
নিহত যুবক উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুত্বের হাতছানি ব্লাড ব্যাংক দারিদ্র ফান্ডের সদস্য। সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান মিঠুন বলেন সত্যিই সেলিমের মত একটি সদস্যকে হারিয়ে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তিনি নিয়মিত ভাবেই স্বেচ্ছায় রক্ত দিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন,
নিহত সেলিম উপজেলার ৪নং লেহেম্বা ইউপির গাংগুয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
পরিবারের স্বজনেরা জানান, দুপুরবেলা কৃষিমাঠ থেকে ফিরে নিজ ঘরে ফ্যান লাগানোর সময় সে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তখন স্থানীয়রা সেলিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করেন।
বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন লেহেম্বা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
থানা পরিদর্শক (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। কারো কোনো অভিযোগ না থাকায় বিদ্যুৎতায়িত হয়ে মারা যাওয়া লাশ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোনো মামলা হয়নি।