এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় নমুনা শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রনোদনার আওতায় নমুনা শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাহ ইসলাম মন্ডল মেজবা, মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল শিশির কুমারসহ অনেকে।
এসময় বোরো ধানের এস এল ৮ এইচ জাতের ধান নমুনা শস্য হিসেবে কর্তন করা হয়। নমুনা শস্য কর্তনের পর কৃষির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কৃষকদের সাথে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।