স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ কমিউনিস্ট পার্টিঅব চীনের (সিপিসি) আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামীলীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল।
২১ মে রোববার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরকারী দলটির নেতারা রওনা হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১৮ মে) রাতে সফর উপলক্ষে আওয়ামীলীগের প্রতিনিধি দল চীনা রাষ্ট্রদুতের কার্যালয়ে ফিঙ্গার প্রিন্ট দেন এবং পরে চীনা রাষ্ট্রদুতের বাসায় এক নৈশভোজে অংশ নেন সফরকারী টিমের নেতারা।চীন সফরের বিষয়টি উপ-দপ্তর বিষয়ক সম্পাদক সায়েম খান নিশ্চিত করেছেন।
আওয়ামীলীগ সুত্রে জানাযায়, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য লে-কর্নেল (অব) মুহম্মদ ফারুখ খানের নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট আওয়ামী-লীগের একটি প্রতিনিধি দল চীনে যাচ্ছেন। তারা হলেন – আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী,ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম,বন পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা,স্বাস্হ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃরোকেয়া সুলতানা,উপদপ্তর বিষয়কসম্পাদকসায়েমখান,সংসদসদস্যকাজীনাবিলআহমেদ,কেন্দ্রের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডঃ গ্লোরিয়া সরকারঝর্ণাএমপি,অ্যাডঃসুফরাবেগমরুমি,পারভীন জামান কল্পনা,আনোয়ার হোসেন,শাহাবুদ্দিন ফরাজী,আজিজুস সামাদ আজাদ ডন,আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তরুন কান্তি দাস,ও একে ফাইজুল হক রাজু।