আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ গত ২ জুন-২০২৩ বিকাল ৫টায় বন্দর নগরির জুবলী রোডস্থ দৈনিক মানবকন্ঠ কার্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থার এক সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক খায়রুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সার’র সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক মানবকন্ঠ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান এম মুছা খালেদকে সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত করা হয়। পরে সভার পক্ষ থেকে সাংবাদিক খায়রুল ইসলাম চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক এম মুছা খালেদকে শুভেচ্ছা জানানো হয়।
সভার শেষে মুছা খালেদ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন ও মহাসচিব কামরুল ইসলামকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি তাঁর অফিসকে জাতীয় সাংবাদিক সংস্থার অস্থায়ী অফিস হিসেবে ঘোষণা দেন।
সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। একই সাথে বিভাগ, জেলা-উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়। এতে সর্ব সম্মতিক্রমে প্রবীণ ব্যাক্তিত্য সাংবাদিক আনোয়ারুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি ও এডভোকেট মো. মিয়া ফারুক চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদকে দ্রুত জেলা ও উপজেলা কমিটিগুলো পুনর্গঠন করতে অনুরোধ করা হয়।
এবং আগামী ১৫ দিনের মধ্যে দক্ষিণ জেলার ৮ টি কমিটি পূর্ণাঙ্গ করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বিভাগীয় কমিটির প্রত্যেক সদস্য দক্ষিণ জেলা ও দক্ষিণ জেলার উপজেলাগুলোর কমিটিগুলো এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা কমিটি সকলের প্রচষ্টায় পূর্ণাঙ্গ করতে বিশেষভাবে আহবান জানিয়েছেন বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম।
অপর দিকে বিভাগীয় কমিটিতেও কিছু সক্রিয় পেশাদার সাংবাদিক সদস্যদের অন্তর্ভূক্ত করতে সিদ্ধান্ত গৃহীত হয়।
একইভাবে উত্তর জেলা কমিটিগুলো পূর্ণাঙ্গ করতে উত্তর জেলা কমিটির সভাপতি সাংবাদিক নুরুল আলম ও সাধারণ সম্পাদক হসান মেহেদীকে সভার পক্ষ থকে অনুরোধ জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ মহাসচিব ও বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক মনজুর হোসেন সোহেল, মোবারক হোসেন ভূইঁয়া, দপ্তর সম্পাদক কে এম হানিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সাল থেকে দীর্ঘ ৪২ বছর ধরে দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, মর্যাদা সংরক্ষণ ও সাংবাদিক সমাজের কল্যাণে গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার কর্তৃক একটি নিবন্ধিত দেশব্যাপী জাতীয় সাংবাদিক সংগঠন।