মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম’র দিক নির্দেশনায় উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য শম্ভুপুর ইউনিয়নের ইয়াসিনগঞ্জ নতুন বাজার এলাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ০৫.০০ ঘটিকায় ৩নং শম্ভুপুর ইউনিয়নের ৯নং ইয়াসিনগঞ্জ নতুন বাজার এলাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ। তিনি বলেন “আইন শৃঙ্খলা রক্ষায় বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পাহারাদার রাখা নিশ্চিত করতে হবে।মাদক,জুয়া প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।এলাকার কুখ্যাত চোর/ডাকাত তালিকা করে গ্রেফতার করা হবে।
এসময় শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া ,ইউপি সদস্য মঞ্জু হাওলাদার, বিট অফিসার এসআই রিসাত হোসাইনসহ বাজার ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।