নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবা উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় সমলয় চাষাবাদ এর কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভা শেষে এদিন কম্বাইন্ড হারভেস্টার মেশিন এর সাহায্যে ধান কর্তন এর শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (৬ জুন) সকাল ১০ টায় উপজেলার হরিপুর ইউনিয়নের আলিমগঞ্জ এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিন আলিমগঞ্জ ব্লকের কৃষক রুহুল কুদ্দুস এর জমিতে এই মেশিনের সাহায্যে ধান কর্তনের উদ্বোধন করা হয়।
পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো: মোজদার রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামসুন নাহার ভূঁইয়া।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কৃষি প্রকৌশলী শাহ ফায়জুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার সরকার ও কৃষক ফজলুর হক। এসময় উপস্থিত ছিলেন আলিমগঞ্জ ব্লকের কৃষক, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, উপ সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম সহ উপজেলার সকল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
জানা যায়, এ মেশিন দিয়ে একসঙ্গে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা হয় এক সাথে। এ কম্বাইন্ড হারভেস্টার মেশিন ঘণ্টায় ১ একর জমির ধান কাটতে সক্ষম। এটি দিয়ে ধান ছাড়াও গম মাড়াই ও ছাটা সম্ভব। নিজের ফসল কাটা সহ ভাড়ায় এ মেশিনে অন্যের জমির ফসল কাটা যায় ফলে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। যে কোন দূর্যোগের মধ্যে কম সময়ে ধান কাটা যায়। খড় হয় যা গো-খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। ফসল নষ্ট হয় না।