বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ জাতীয় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় এই বছর ৯টি ক্যাটাগরিতে সর্বমোট ১০টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ”তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা-২০২৩” প্রদান করা হয়েছে।
এর মধ্যে ’সাংবাদিক (প্রিন্ট মিডিয়া)’ ক্যাটাগরিতে বাংলাদেশ পোস্ট পত্রিকার রিপোর্টার এবং গবেষণা প্রতিষ্ঠান ইন্টার প্রেস নেটওয়ার্ক- আইপিএন এর নির্বাহী পরিচালক এহসানুল হক জসীম জাতীয় এই পুরস্কার পান। ‘সাংবাদিক (ইলেক্ট্রনিক মিডিয়া)’ ক্যাটাগরিতে একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা-২০২৩ অর্জন করেন।
বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে গত ১১ জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে ”তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা-২০২৩” এর ক্রেস্ট ও সনদ সম্মাননা প্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, এমপি। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাইদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হোসেন আলী খন্দকার। রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির এবং ডা. হাবিবে মিল্লাত এমপি-ও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
দুই সাংবাদিক ছাড়াও যারা ”তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা-২০২৩” পান- ‘সরকারি প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে রেলপথ মন্ত্রণালয়, ‘জেলা টাস্কফোর্স কমিটি’ ক্যাটাগরিতে খুলনা টাস্কফোর্স কমিটি, ‘উপজেলা টাস্কফোর্স কমিটি’ ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা টাস্কফোর্স কমিটি, ‘শ্রেষ্ঠ মোবাইল কোর্ট পরিচালনাকারী কর্মকর্তা’ ক্যাটাগরিতে সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, ‘কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা’ ক্যাটাগরিতে যথাক্রমে স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম ও মোঃ আল আমিন রহমান, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে ঝিনাইদহ পৌরসভা, ‘বেসরকারি সংস্থা’ ক্যাটাগরিতে বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং।
সিলেটের কানাইঘাট উপজেলায় জন্মগ্রহণকারী এহসানুল হক জসীম ”তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা-২০২৩” পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সিলেটের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
পরিবেশ, জনস্বাস্থ্য ও তামাক নিয়ন্ত্রণ ইস্যুতে প্রতিশ্রুতিশীল এই রিপোর্টার জাতীয় তামাক নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদান রেখে যাচ্ছেন। ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্টে নিয়মিত সংবাদ কভার করে জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য ক্ষতিকর তামাকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখছেন। তামাক নিয়ন্ত্রণ ইস্যুতে অনুসন্ধানী সিরিজ প্রতিবেদনও করেছেন। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা এবং আইনের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি বিশ্লেষণপূর্বক বেশ কয়েকটি প্রতিবেদন করেছেন। মূলত পত্রিকায় তাঁর অনুসন্ধানী প্রতিবেদন এবং তামাক নিয়ন্ত্রণ ইস্যুতে গবেষণার কারণে তিনি জাতীয় এই পুরস্কার পান।
এর আগে আরেক ইংরেজি দৈনিক নিউ নেশনেও কর্মরত থাকাকালীন তামাক নিয়ন্ত্রণ ইস্যুতে অনেক প্রতিবেদন করেছেন এহসানুল হক জসীম। এছাড়া বিভিন্ন দৈনিক ও সাময়িকীতেও কলাম লিখেছেন। ই-সিগারেটের বিরুদ্ধেও তিনি সোচ্চার।
সম্প্রতি বাংলাদেশের বাজারে ই-সিগারেটের বিস্তারে তামাক কোম্পানীগুলোর কূটকৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণাকর্মও সম্পাদন করেন। বেশ কয়েকটি বিশেষ প্রতিবেদনও করেন। তামাক বিরোধি বিভিন্ন সভা-সেমিনারেও নিয়মিত অংশগ্রহণ করেন এবং জনমত গঠনে ভূমিকা পালন করেন।
”তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা-২০২৩” পাওয়ায় অনুভূতি ব্যক্ত করে এহসানুল হক জসীম বলেন, “বাংলাদেশে তামাক ও ই-সিগারেটের বিরুদ্ধে রিপোর্টিং ও গবেষণার ফলে এই পুরস্কার পেয়েছি। এই পুরস্কার কাজের স্বীকৃতি। যে কোন সম্মাননা কাজের দায়বদ্ধতাকে আরো বাড়িয়ে দেয়। তামাক বিরোধি কাজে আমারও দায়বদ্ধতা আরো বেড়ে গেলো।”
ইন্টার প্রেস নেটওয়ার্কের এই নির্বাহী পরিচালক জাতীয় এই পুরস্কার পাওয়ায় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারীকে ধন্যবাদ জানান।