শেখ মারুফ হোসেন,কালীগঞ্জ,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালীগঞ্জে সকল ইউপি দফাদার ও মহল্লাদারদের ২০২২-২০২৩ ইং অর্থ বছরে সাইকেল ও পোশাক সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। সোমবার ( ১২ জুন ) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়রের সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাইফুল বারী সফু , মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু প্রমূখ।
প্রধান ও বিশেষ অতিথি বক্তব্য বলেন মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম্য পুলিশদের যোগাযোগের ক্ষেত্রে দুর্ভোগ দূর করতে সারাদেশে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল উপহার দেয়ার উদ্যোগ নিয়েছে।
এরই ধারাবাহিকতায় আজকে কালীগঞ্জ উপজেলা দফাদার ও গ্রাম্য পুলিশদের সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হলো।
এই ছাড়া জন্ম মৃত্যু নিবন্ধন বাল্যবিবাহ রোধ মাদক নির্মূল ও ইউনিয়নের আইন-শৃঙ্খলা বিষয়ে সহ বিভিন্ন কাজের ইউনিয়ন পরিষদে এবং বাড়ি বাড়ি গিয়ে দ্রুত সেবা দান ও দায়িত্ব কর্তব্য পালনের এই বাইসাইকেল গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ ও ১২ টা ইউনিয়নের দফাদার ও মহালদার।