মোঃ মজিবর রহমান শেখঃ ১২ জুন সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ইকরামুল হক, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুবুর রহমান (বাবলু), ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: মোজাম্মেল হক, ঠাকুরগাঁও জেলা বীর মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ, প্রমুখ। তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিশ্চিতকরণের বিভিন্ন বিষয় সম্পর্কে ও ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন ঠাকুরগাঁও জেলা সহকারী তথ্য অফিসার এইচ. এম. শাহজাহান মিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের সদস্যবৃন্দ, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত মতবিনিময় সভায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রচারে স্মার্ট কৌশলের ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।