কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের একমাত্র নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল উলিপুর ডট কম এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। রবিবার কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে র্যালী, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, কেক কাটার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। একই সাথে অন্যান্য উপজেলায় পৃথকভাবে পালিত হয়েছে নিউজ পোর্টালটির প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রগতি ও তারুণ্যে উলিপুর এই শ্লোগান নিয়ে ২০১৫ সালে উলিপুর ডট কম যাত্রা শুরু করে। স্থানীয় খবরের ডিজিটাল মুখপত্র হিসেবে ২০২১ সালে কুড়িগ্রামের একমাত্র অনলাইন নিউজ পোর্টাল হিসেবে নিবন্ধিত হয়ে সরকারি স্বীকৃতি লাভ করে। এভাবে সফলতার সাথে ১৮ জুন ২০২৩ তারিখে ৮ম বর্ষ পেরিয়ে ৯ম বর্ষে পর্দাপণ করেছে পোর্টালটি। এর অবিচল ধারার সঙ্গে মিশে আছে দেশ ও দেশের বাহিরের পাঠক সমাজ।
দিবসটি উপলক্ষে একটি র্যালী শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম প্রেসক্লাবে মিলিত হয়। নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্যের স ালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা লগ্নে স্বাগত বক্তব্য রাখেন, নির্বাহী সম্পাদক মাহফুজার রহমান খন্দকার ও জ্যেষ্ঠ প্রতিবেদক অমিত চন্দ্র পাল। এসময় দেশের বাইরে অবস্থান করায় পোর্টালটির সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী রূপম রাজ্জাক এর ধারণকৃত শুভেচ্ছা বক্তব্য আলোকচিত্রের মাধ্যমে প্রচার করা হয়।
আলোচনা পর্বে অংশ নেন প্রধান অতিধি পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আব্দুল খালেক ফারুক, সাবেক সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, এনটিভির জেলা প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব, দীপ্ত টিভির ইউনুস আলী, এটিএন বাংলার ইউসুফ আলমগীর, খবরপত্রের শাহিন আহমেদ, সময় টিভির বাদশা সৈকত, ডিবিসির ওয়াহিদুজ্জামান তুহিন, এসএ টিভির জাহিদুল ইসলাম, করতোয়ার জেলা প্রতিনিধি এম.আর মিন্টু, ভোরের ডাক প্রতিনিধি এম. রহমান রঞ্জু, নয়া শতাব্দীর গোলাম মাসুদ, আমার সংবাদের সাইফুল ইসলাম, দেশরূপান্তরের জুয়েল রানা, জাগো নিউজের ফজলুল করিম ফারাজী, প্রথম আলোর জাহানুর রহমান খোকন, সমকালের সুজন মোহন্ত প্রমুখ।
আলোচনা শেষে কুড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধা, স্কাউট ব্যক্তিত্ব ও প্রবীণ সাংবাদিক মোঃ শাহাবুদ্দিন এবং নারী উদ্যোক্তা ও এএফএডি- এর নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিনকে নিজ নিজ কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।