এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুরঃ দিনাজপুর জেলার বিরামপুরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর সহযোগিতায় ও
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েণ্টেশন প্রশিক্ষণ-২৩ইং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সকাল ৯টার দিকে উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদৈত্য কুমার ঘোষ অপু, বিজুল কামিল মাদ্রাসা অধ্যক্ষ নূরুল ইসলাম, বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেজবাউল হক,কাটলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমশের আলী, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের সমম্বিত উপবৃত্তির প্রোগ্রামার রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আরমান হোসেন প্রমুখ।