মোঃ আসাদুজ্জামান আপেল,পঞ্চগড় প্রতিনিধিঃ
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সূজন বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজাকারদের সাথে নিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি।
মার্শল দিয়ে ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমান।
একশ্রেণির সুবিধাবাদি লোকজনকে নিয়ে গঠন করেছিল রাজনৈতিক দল। নিয়মতান্ত্রিক ভোট না দিয়ে হ্যাঁ না ভোট দিয়ে জোর করে ক্ষমতা দখল করেছিল দলটি।
মন্ত্রী আজ (বৃহস্পতিবার) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সুজা, পৌর মেয়র আজহার আলী, উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।