মোঃআফজাল হোসেন শান্ত,স্টাফ রিপোর্টারঃ সাবেক বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামালের মৃত্যুতে শূন্য হওয়া লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ক্ষমতাশীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেষ্টা করছে একাধিক ব্যক্তি। তবে সকল নাম পিছিয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যক্ষ এম.এ.সাত্তার রয়েছে সবার শীর্ষে। দীর্ঘ সময় থেকে এ আসনের জনগণের পাশে থেকে কাজ করেছেন তিনি। এই এলাকার আপামর জনসাধারণের সঙ্গেই তার সুখ-দুঃখের মিতালি। তার প্রতিষ্ঠিত অধ্যক্ষ এম.এ.সাত্তার ট্রাস্টের মাধ্যমে এই এলাকার মানুষের জন্য সহযোগিতা করে যাচ্ছেন তিনি। যে কারণে ওয়ার্ড থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা এম.এ.সাত্তারকে লক্ষ্মীপুর-৩ আসনের নৌকার কাণ্ডারি হিসেবে দেখতে চান। অধ্যক্ষ এম.এ.সাত্তার ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এবং লক্ষ্মীপুরে দত্তপাড়া এলাকায় ঐতিহ্যবাহী মিয়াজি বাড়ীর সন্তান। তিনি শ্যামলী আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা।