সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম : ০৯.১০.২০২৩ বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কুড়িগ্রামে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি’র দুটি গ্রুপ। সোমবার দুপুরে জেলা বিএনপি’র পোষ্টাফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপি’র বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে এনআর প্লাজার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য নেতাকর্মী। অন্যদিকে শহরের দাদামোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আলাদা অপর একটি গ্রুপ। সমাবেশে বক্তারা বলেন, দ্রুত খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।