মুশফিক হাওলাদার, বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মনির হোসেন মাতাব্বর।
মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনির হোসেন মাতাব্বর পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম চরউমেদ গ্রামের মাতাব্বর বাড়ির সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা আবদুল মোতালেব মাতাব্বর একজন বীর মুক্তিযোদ্ধা।
ছোটবেলা থেকেই বাবার মতো মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন মনির হোসেন মাতাব্বর। তিনি বর্তমানে লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার ইচ্ছায় ইউপি সদস্য পদপ্রার্থী হয়েছেন জানিয়ে মনির হোসেন মাতাব্বর বলেন, ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের মহোদয়ের নের্তৃত্বে আওয়ামী লীগের রাজনীতি করছি। এ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।