আরিফুজ্জামান চাকলাদার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পৌরসভা এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার( ১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে সাড়ে তিনটায় ১ নং ওয়ার্ড বুড়াইচ গ্রামে স্থানীয় আছাদ মোল্যা ও ইউসুফ মোল্যা আপন দুই ভাইয়ের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির মালিক ইউসুফ মোল্যা জানান, আমার বড় ভাইয়ের রান্না ঘর,বসতঘর,গোয়ালঘর এবং আমার রান্নাঘর, বসত সহ পাঁচটি ঘর ও আগুনে সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।একটি ছাগল পুড়ে মারা গেছে। স্হানীয় সূত্রে জানাযায়, বুধবার বেলা সাড়ে তিনটায় হঠাৎ রান্না ঘর থেকে আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়ে ওদের চিৎকারে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে।
পরে মুহূর্তেই আগুন পাশের থাকা চারটি ঘর ও একটির আংশিক ঘর পুড়ে গেছে। আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আসলাম খন্দকার মুক্ত খবরকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দশ মিনিট চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।আধা ঘন্টায় কাজ শেষ হয়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চুলা থেকে আগুন লেগেছে জানা যায় । তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ বলেন,আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্হলে গিয়েছিলাম।গোপনীয় ভাবে স্বাধ্যমতে সাহায্য করেছি। যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা পুরন করার ক্ষমতা আমার নেই।তবে সরকারি ভাবে যতটা পারি সেটা দিবো।