মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা: “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ৩৫তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ই ফেব্রুয়ারি সকাল ৯টায় পাটকেলঘাটাস্থ সমিতির প্রধান কার্যালয় প্রাঙ্গনে সমিতি বোর্ড, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি রহিমা খাতুনের সভাপতিত্বে এই বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে গ্রাহক সদস্যগণের রেজিষ্ট্রেশন, সভাপতি, পরিচালকমন্ডলী ও মহিলা পরিচালক বৃন্দের সভামঞ্চে আসন গ্রহণ করেন।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সভাপতি ও মহিলা পরিচালক রহিমা খাতুন, সহ সভাপতি মোঃ শিফার উদ্দীন, সচিব ও মহিলা পরিচালক নাছরিন সুলতানা, কোষাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, মহিলা পরিচালক মোছাঃ মেহেরুন্নেছা, এলাকা পরিচালক ফিরোজ হোসেন, এলাকা পরিচালাক মোঃ আকদাস হোসেন, এলাকা পরিচালক ম.ফেরদৌস আলম, এলাকা পরিচালক মোঃ আলাউদ্দীন। সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান। এসময় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ, বার্ষিক সদস্য সভার বিজ্ঞপ্তি পাঠ, কোরাম নির্ধারণকল্পে সদস্যগণের উপস্থিতিজনিত হিসাব প্রদান, বাপবি বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের বাণী, সভাপতির প্রতিবেদন, কোষাধ্যক্ষের প্রতিবেদন, জেনারেল ম্যানেজারের প্রতিবেদন, প্রশ্নোত্তর পর্ব, লটারী ড্র, পুরস্কার বিতরণ ও নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন ফলাফল ঘোষণা করা হয়। এর পূর্বে সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সমিতি বোর্ড কর্মকর্তাবৃন্দ ও সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনায় বলেন, লাভ নয় লোকসা নয়, সমিতির সদস্যরাই পল্লীবিদ্যুৎ সমিতির মালিক। বর্তমান সরকার দেশের আর্থ সামাজিক উন্নয়নে ঘরে ঘরে বিদ্যুৎ ও শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করে শিল্প কলকারখানা, কৃষি, মৎস্য খাতে যে অভূতপূর্ব উন্নয়ন ও উৎপাদন মুখী করে তুলেছেন তা সত্যিই দৃষ্টান্ত। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি দালাল ম্ক্তু ঘোষনা করে সাধারণ সদস্যদের স্বচ্চতা ও জবাবদিহিতার ভিত্তিতে সেবা নিশ্চিত করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারী ও বোর্ড কর্তৃক কোন সদস্য যদি হয়রানীর শিকার হয় তাহলে লিখিত অভিযোগ দাখিল করলে তদন্ত পূর্বক বিহিত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
বর্তমান সরকারের অগ্রণী ভূমিকায় সাতক্ষীরা জেলা মৎস্য, কৃষি ও শিল্পখাতে উৎপাদন মুখী হওয়ায় এ অঞ্চলকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয়েছে। অধিক উৎপাদনের লক্ষ্যে সাতক্ষীরার সুন্দরবন, ভোমরা স্থলবন্দর, বসন্তপুর নৌ-বন্দর সহ নানা কর্মমুখী পরিকল্পনা গড়ে উঠছে। সে কারণে শতভাগ বিদ্যুৎ নিশ্বয়তায় তিনি কর্মকালীণ সময়ে জোরতৎপরাত অব্যহত রাখবেন। সমগ্র ৩৫তম বার্ষিক সদস্য সভার উপস্থাপনায় ছিলেন ইসি শেখ মহিদুল ইসলাম ও ডাটা এন্ট্রি অপারেটর ঋতু সরকার।