মোঃ মিজানুর রহমান (কালু): বাসু পাড়া কালীবাড়ি (ঋষিপাড়া) ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দর লীলা কীর্তন, তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়। (১৭ ফেব্রুয়ারি) শনিবার সন্ধ্যায়,বাসু পাড়া কালীবাড়ি ঋষিপাড়া শ্রী শ্রী কালী মাতা মন্দির অঙ্গনে,গোবিন্দর লীলা কীর্তন অনুষ্ঠানে,প্রধান অতিথি,পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু,অনুষ্ঠান পরিদর্শন করেন।
হিরা বাচ্চু বলেন,বলতে বলতে আমার পাঁচটি বছর পার হয়ে গেছে,আমি আপনাদের যতদূর পেরেছি ততটুকু হেল্প করেছি,কোনদিন আমার কাছে কোন ব্যক্তি গিয়ে খালি হাতে কোনদিন কেউ ফিরে আসে নাই,বরঞ্চ আমার দাঁড়ায় মানুষের কোন ১ ইঞ্চি কোনদিন ক্ষতি হয় নাই,আমার এই পাঁচ বছরে কিছু কিছু অসমাপ্ত কাজগুলো রয়েছে,আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই,সামনে উপজেলা নির্বাচন,আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারি,এবং আপনাদের জন্য সব সময় আমার দরজা খোলা যতটুক পারি হেল্প করব হেল্প করতে না পারলেও কোনদিন কারো ক্ষতি করব না,এ সময় উপজেলা চেয়ারম্যান গোবিন্দ লীলা কীর্তন অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,সভাপতি শ্রী দীনবন্ধু চন্দ্র দাস,সহ-সভাপতি রমঞ্জিত চন্দ্র দাস,ক্যাশিয়ার দিলীপ চন্দ্র দাস, এবং সদস্য,শ্রী পলাশ কুমার দাস,শ্রী মোহন কুমার দাস,শ্রী মিঠুন কুমার দাস,শ্রী সুশান্ত কুমার দাস,শ্রী টোটন কুমার দাস,শ্রী সুকুমার কুমার দাস,শ্রী উত্তম কুমার দাস,শ্রী নেপাল কুমার দাস,শ্রী আপাল কুমার দাস,শ্রী রিমন কুমার দাস,শ্রী পরেশ কুমার দাস,শ্রী অন্তর কুমার দাস,শ্রী নরেশ কুমার দাস,শ্রী জয় কুমার দাস সহ উপস্থিত ছিলেন অসংখ্য ভক্তবৃন্দ।