রানীশংকৈল প্রতিনিধিঃ উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ প্রতিপাদ্যে রানীশংকৈলে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রানীশংকৈল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলামের এর
সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান, রানীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাকির হোসেন , শিক্ষা অফিসার তোবারক আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক ও সদস্য প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, কাউন্সিলর খোকন প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রশান্ত বসাক।
এ সময় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় রানীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়, নেকমরদ কুসুম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, কাদিহাট উচ্চ বিদ্যালয়সহ চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা রচনা লিখন ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।