আরিফুজ্জামান চাকলাদারঃ ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টু।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন তিনি।
বাজেটে সর্বমোট ২২ কোটি ৮৮ আয় ধরা হয়েছে। ১ লক্ষ ১৮ হাজার উদ্ধৃত রেখে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৮৬ লাখ ৮২ হাজার টাকা।
এছাড়াও এবার বাজেটে রাজস্ব খাতে আয় ১ কোটি ৭০ লাখ টাকা ও উন্নয়ন আয় ২১কোটি ১৮লক্ষ এবং রাজস্ব খাতে ব্যয় ১ কোটি ৬৯ লাখ ১২ হাজার টাকা ও উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ১৭ লক্ষ ৭০ হাজার টাকা। রাজস্ব আয় খাতে উদ্বৃত্ত ৮৮ হাজার ও ব্যয় খাতে ৩০ হাজার টাকা ধরা হয়েছে।
পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বলেন,সাধারণ হোল্ডিং ট্যাক্স, অনলাইনে সকল প্রকার আবেদন,জন্ম মৃত্যু নিবন্ধন, কাঁচা বাজারে খাজনা আরো ৩ বছর জন্য খাজনা ফ্রি করে দেওয়ার ঘোষনা। মেয়র আরোও বলেন আমাদের পারিবারিক সিদ্ধান্তে পূর্বপুরুষদের জান্নাত পাওয়ার আসায় ব্যক্তিগত তহবিল থেকে একজন উদ্যোক্তা’র বেতন ও সরকারের কোষাগারে হাট ইজারার টাকা পরিশোধ করি থাকি।
এ বাজেট বাস্তবায়ন হলে আলফাডাঙ্গা পৌরসভা একটি অত্যাধুনিক পৌরসভা হিসেবে উন্নীত হবে। স্বচ্ছতা ও জবাবদিহি থাকলে একটি পৌরসভা বা সমাজ সুন্দরভাবে পরিচালিত হয়। তাই এভাবে উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে পৌরবাসীর সু-পরামর্শের মতামতের চায়।
তিনি আরও বলেন, সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমাদের পৌরসভাকে পরিচ্ছন্ন, স্বনির্ভর ও স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই লক্ষ্যকে সামনে রেখে দায়িত্ব গ্রহণের পর হতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টুর সভাপতিত্বে ও সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা হারুনার রশিদ ।
বক্তব্য রাখেন ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সুজা, ৬ নং ওয়ার্ড কমিশনার এনায়েত হোসেন,আরও উপস্থিত ছিলেন,পৌর নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান, প্রেসক্লাব আলফাডাঙ্গা সভাপতি আরিফুজ্জামান চাকলাদার , পৌর প্যানেল মেয়র ইউসুফ হোসেন প্রমুখ।