মো:বিপ্লব তালুকদার,নাটোর প্রতিনিধিঃ স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই প্রতিবাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার (৮ জুন) বেলা ১১টার সময় নলডাঙ্গা উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, নলডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মামুনুর রশীদ, সাংবাদিক জামিল হায়দার জনি প্রমুখ।
পরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ সাব-জোনাল অফিসের দায়িত্বরত এজিএম মোঃ আল এমরান, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আশরাফুজ্জামান মিঠু, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।