উপজেলা প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান কালুঃ রাজশাহী পুঠিয়া উপজেলার ৪নং ভালুকগাছি ইউনিয়ন পরিষদ এলাকার তেলিপাড়া গ্রামে পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের তেলিপাড়া গ্রামে নিজ বাড়িতে বাঁশের তীরের সাথে মোছাঃ জান্নাতুন আরাবী (১৮), নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
মৃত-মোছাঃ জান্নাতুন আরাবী (১৮), পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়ন পরিষদ এলাকার মোঃ ওয়াইজুল ইসলাম, মেয়ে সে বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায় যে, গত ২২/০৬/২০২৪ইং তারিখে রাত ১০ টার সময় নিহত মোছাঃ জান্নাতুন আরাবী (১৮) রাতের
খাবার খেয়ে নিজ শয়ন ঘরে তার ছোট বোনের সাথে ঘুমিয়ে পড়ে,অদ্য ২৩/০৬/২০২৪ইং তারিখ ভোর ০৪:০০ ঘটিকার সময় তার ছোট বোন ঘুম ভেঙে দেখতে পাই যে, মোছাঃ জান্নাতুন আরাবী (১৮) বাঁশের তীরের সাথে ওড়না পেচিয়ে ঝুলে রয়েছে, তার চিৎকারে পরিবারের সবাই এসে দেখতে পান যে, মোছাঃ জান্নাতুন আরাবী (১৯) আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান বলেন, পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের তেলিপাড়া গ্রামে নিজ বাড়িতে বাঁশের তীরের সাথে মোছাঃ জান্নাতুন আরাবী (১৮), নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে,এমন তথ্য পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পুলিশ মোছাঃ জান্নাতুন আরাবী (১৮)র, গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে, তার পরিবারের কাছে হস্তান্তর করে।