মো. মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরের উত্তর বাজারে চৌদ্দজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনজুর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীনসহ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দরা। উল্লেখ্য, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে লালমোহন পৌর শহরের উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, সাইফুল স্টোরের মালিক কয়সর হাওলাদার, সাইফুল এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম, হাওলাদার পোল্ট্রি হাউজের মালিক মিজান হাওলাদার, এইচআর পোল্ট্রি ফিডের রেজাউল করিম সোহাগ, হাজারী ভান্ডারের মালিক আবদুল্যাহ, শাহাবুদ্দিন স্টোরের মালিক শাহাবুদ্দিন ও বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক রফিক বিশ্বাস।