অজিত কুমার দাশ,ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে জালালাবাদ রোর্যাল ডেভেলপমেন্ট কাউন্সিল এর আয়োজনে CSL এর সপ্তম আসরের ফাইনাল সম্পন্ন হয়েছে গত ২৭শে ডিসেম্বর রোজ শুক্রবার বিকেলে ছাতক উপজেলা চরমহল্লা ইউনিয়নের চরগোবিন্দ গ্রামের পশ্চিম’র মাঠে।
ভিক্টোরিয়া বাইপার্স ক্রিকেট ক্লাব বনাম-ব্রাদার্স ওরিয়রস ক্রিকেট ক্লাবের মধ্যে এ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে চ্যাম্পিয়ান হয়েছে ব্রাদার্স ওরিয়রস ক্রিকেট ক্লাব ও রানার্স আপ হয়েছে ভিক্টোরিয়া বাইপার্স ক্রিকেট ক্লাব।
উক্ত মাঠে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মো:ছুরত আলী’র সভাপতিত্বে ও আমির হোসেন আলী’র পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরন করেন ছাতক উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি-বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার ফয়জুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমহল্লা ইউনিয়নের ০৮নং ওয়ার্ড’র সূযোগ্য মেম্বার ও সাংবাদিক অজিত কুমার দাশ ছাতক প্রেসক্লাব’র সাংগঠনিক ও অর্থ সম্পাদক নূর মিয়া রাজু, প্রবাসী ও সমাজকর্মী ইসলাম উদ্দিন, সাংবাদিক তাজিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন,নজরুল ইসলাম, নুর আলী, আব্দুল আজিজ,প্রবাসী আশিক আলী,আনোয়ার ইসলাম, শুভ্র দেব,ওসমান আলী, শিশির, নায়েব আলীসহ এলাকার লোকজন। ধারা ভাস্যকারের দায়িত্ব পালন করেন এমরান আহমদ।
প্রধান অতিথি ছাতক উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি-বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার ফয়জুল ইসলাম বক্তব্যে বলেন সুন্দর খেলা পরিচালনা করার জন্য আন্তরিক ধন্যবাদ, তিনি আরও বলেন আগামীতে বড় পরিষরে খেলা পরিচালনা ক্ষেত্রে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশা ব্যাক্ত করেন।
সর্ম্পকিত খবর সমূহ.
December 28, 2024