মোঃ মামুন অর-রশীদ,ঠাকুরগাঁওঃ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ঠাকুরগাঁও সদর উপজেলা ৮নং রহিমানপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর (১) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষক দলের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ইনসান আলম আক্কাস, জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক তফিকুর রহমান উজ্জ্বল, সদর উপজেলা কৃষকদলের সভাপতি একেএম হামিদুর রহমান, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজুসহ অন্যান্যরা।
সেখানে কৃষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। অতিথিরা বলেন কোন কৃষি জমি যেন পড়ে না থাকে। সামনের দিনগুলোতে আরো কৃষকদের ভালো করে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আরো উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দলের নেতাকর্মীরা।