
আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার-১

: আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট রবি ঘোষ গ্রেফতার আরিফুজ্জামান চালাদার ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা এলাকায় ইয়াবাসহ মাদক সম্রাট খ্যাত রবি ঘোষকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গত ১৬ মে শুক্রবার দিবাগত রাত ৯.৫০ মিনিটের দিকে বোয়ালমারী সেনা ক্যাম্প ও আলফাডাঙ্গা থানার সমন্বয়ে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নং ওয়ার্ড নওপাড়া গ্রামের রবি ঘোষ (৬৫)কে তার নিজ বাড়ি থেকে ইয়াবা বিক্রির সময় আটক করে। পরে উক্ত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ১০ ( ক) মামলা নং ১২,তাং ১৭-৫-২৫, ১০ পিচ ইয়াবাসহ রবি ঘোষকে জেলহাজতে পাঠানো হয়েছে।তার বিরুদ্ধে সাতটি মাদক মামলা ও একটি খুনের মামলা রয়েছে। স্থানীয় সোহাগ নামে এক ব্যক্তি বলেন,বরি ঘোষ কয়েক যুগ ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, তার কারণে যুব সমাজ ধ্বংসের পথে। পুলিশ বারবার গ্রেফতার করলেও ছাড়া পেয়ে আবারও তার অপকর্ম চালিয়ে যায়। তারা বলেন শুধু রবি ঘোষ নয় তার সহযোগীদেরও গডফাদারদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আলফাডাঙ্গা থানা অতিরিক্ত দায়িত্বরত ইনচার্জ এস আই সুজন বিশ্বাস বলেন,বোয়ালমারী সেনাবাহিনী ক্যাম্প ও আলফাডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক বিক্রেতা রবি ঘোষকে আটক করা হয়েছে। তাকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে।