
ঘোড়াঘাটে ফেসবুকে ভিত্তিহীন পোস্টের দায় স্বীকার করে সংবাদ সম্মেলন

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিত্তিহীন তথ্য দিয়ে বিএনপি’র কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ করে কমেন্ট, শেয়ার ও পোস্টের দায় স্বীকার করে সংবাদ সম্মেলন করেন মোঃ আবু বক্কর সিদ্দিক। রবিবার (২২ জুন) সকালে উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদ হলরুমে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি বলেন আমি মোঃ আবু বক্কর সিদ্দিক, পিতাঃ আজিমুদ্দিন মন্ডল, গ্রাম- সিংড়া কলেজপাড়া এর বাসিন্দা। আমি এই মর্মে বক্তব্য প্রদান করছি যে, গত ২ জুন ২০২৫ইং তারিখে (আবু বক্কর সিদ্দিক মন্ডল) নামে আমার ফেসবুকে আইডি থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৩নং সিংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সারোয়ার হোসেন সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে ফেসবুকে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ করে কমেন্ট, শেয়ার ও পোষ্ট করি। পোষ্টগুলো বিভিন্ন লোকের দৃষ্টিগোচর হলে তারা আমার নিকট উক্ত অভিযোগের তথ্য প্রমান চেয়ে জিজ্ঞাসাবাদ করলে আমি এর সঠিক উত্তর দিতে পারিনি। আমি পরে বিষয়টি বুঝতে পেরে অনুতপ্ত হই। উক্ত পোষ্টের কারণে সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেন, স্থানীয় ব্যক্তি হাসান সরকার, দিলমু ও আব্দুল হাকিম সহ বিভিন্ন ব্যক্তির সামাজিক ভাবে যে সম্মানহানি হয়েছে। আমি এর জন্য সকলের নিকট আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী। আপনারা সকলে আমাকে ক্ষমা করে দিবেন। এছাড়া ফেসবুক সম্পর্কে আমার তেমন কোন ধারণা না থাকায় আজ থেকে আমার ফেসবুক আইডিটি ডি-এক্টিভ করে দিলাম। এসময় সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা কর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।