লালমোহনে মফস্বল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: ভোলার লালমোহন -তজুমদ্দিন প্রচার ও মিডিয়া হাউজের আয়োজনে মফস্বল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকালে লালমোহন বাজারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক ছিলেন, সম্পাদক দৈনিক বাংলাদেশ বাণী, দৈনিক নয়া দিগন্তের ব্যুরোচীপ মো. আজাদ আলাউদ্দিন ও ভোলা জেলা প্রতিনিধি দৈনিক আমার দেশ, সম্পাদক দ্বীপ কন্ঠ ডট কম মো. ইউনুছ শরীফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন প্রশিক্ষণার্থী মাওলানা ফরিদ উদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখেন, লালমোহন -তজুমদ্দিন প্রচার ও মিডিয়া হাউজের উপদেষ্টা মাও. আব্দুল হক। লালমোহন -তজুমদ্দিন প্রচার ও মিডিয়া হাউজের সভাপতি এম এ হাসান’র সভাপতিত্বে ও মো. জাকির হোসাইন শামীম’র সঞ্চালনায় ডিজিটাল ক্যাম্পেইন: প্রেক্ষিত নির্বাচন “- এই বিষয়ে আলোচনা করেন কাজী শাহে আলম প্রশাসনিক ইনচার্জ ইসলামী ব্যাংক হাসপাতাল,ঢাকা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন ও তজুমদ্দিন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান লর্ডহার্ডিঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আখতার উল্লাহ্। উল্লেখ্য যে, আগামী নির্বাচনে প্রচার মিডিয়াকে তৃণমূল পর্যায়ে মজবুত করার জন্যে নিয়মিত এই প্রশিক্ষণ চলমান থাকবে।