বৃষ্টির পানিতে ডুবে গেছে রাস্তা জনজীবন বিপর্যস্ত


পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় বেলপুকুর ইউনিয়নের কিসমত জামিরা এলাকায় সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াতের রাস্তায় জলাবদ্ধতার জনজীবন বিপর্যস্ত। বেলপুকুর ইউনিয়নের কিসমত জামিরা ৯ নং ওয়ার্ডের রাস্তায় জলাবদ্ধতার কারণে বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু আজ এই রাস্তায় জলাবদ্ধতার কারণে আমরা সাধারণ মানুষ ঘর থেকে বাহির হতে পারছি না। আমাদের এই রাস্তা সংস্কার খুব জরুরি। ৯ নং ওয়ার্ড কিসমত জামিরা জামায়াতের সভাপতি শাহমাহমুদ বলেন, এই এলাকা প্রায় ২ শত মানুষ এই রাস্তা যাতায়াত করে । তারা বলে এই রাস্তা জন্য বরাদ্দ এসেছে কিন্তু কোন কাজ হয়নি। কাজ কী ভাবে হচ্ছে আমরা সঠিক ভাবে জানতে পাচ্ছি না। এবং কিভাবে কাজ হচ্ছে যে আমাদের দুর্ভোগ শেষ হচ্ছে না। আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বেলপুকুর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম জানান, এই রাস্তার জন্য একটি বরাদ্দ এসেছে কাজ শুরু হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে এখন কাজ বন্ধ আছে। আবহাওয়া স্বাভাবিক হলে ও রাস্তার পানি নেমে গেলে আবার কাজ শুরু হবে। আশা করি কাজ শেষ হলে এমন সম্যসা আর হবেনা বলে মনে করি।