কোম্পানীগঞ্জে একাধিক মামলার আসামি মনির মিয়া গ্রেপ্তার এলাকায় স্বস্তি


কোম্পানীগঞ্জ সিলেট প্রতিনিধি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী গ্রামের আলোচিত মনির মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শনিবার (২ আগষ্ট) সন্ধ্যায় কলাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি বলেন, “মনির মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি ২টি ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।” বাংকার-বালু নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, মনির মিয়া দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন ও রোপওয়ে বাংকার নিয়ন্ত্রণ করে মোটা অঙ্কের চাঁদাবাজি করতেন। অভিযোগ রয়েছে, তিনি একটি গ্রুপ তৈরি করেন এবং সেই গ্রুপের নেতৃত্বে থেকে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় চাঁদা আদায় করতেন এবং ক্ষমতার জোরে এলাকায় প্রভাব বিস্তার করতেন। স্থানীয়দের ভাষ্য মতে, পাথর ও বালুর শ্রমিকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায়, নির্দিষ্ট বাংকারে মালামাল নামাতে বাধ্য করা এবং বিরোধ সৃষ্টি হলে সশস্ত্র লোক দিয়ে ভয়ভীতি দেখানো ছিল তার দলের নিয়মিত কর্মকাণ্ড। মনির মিয়ার গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও তারা মনে করছেন, মূল সমস্যার সমাধান তখনই সম্ভব, যখন তার সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনা হবে। এক পাথর শ্রমিক বলেন,“মনির মিয়া একা এসব অপকর্ম করতেন না। তার সঙ্গে আরও অনেকেই জড়িত, যারা এখনো এলাকায় সক্রিয়। প্রশাসনের উচিত তাদেরও দ্রুত গ্রেপ্তার করা।”