অপরাধ

পঞ্চগড়ে ৪ হাজার ট্যাপেন্টাডলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের বোদা উপজেলার ঘাগড়া এলাকা থেকে ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ দুই লাখ ১৮ হাজার ২৬০ টাকা জব্দ করেছে সেনাবাহিনী। এসময় হেলাল উদ্দিন (৪০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। শনিবার রাতের এ অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক। সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরেই হেলাল উদ্দিন ভারতের সীমান্ত এলাকা থেকে মাদক এনে বাংলাদেশের বাজারে সরবরাহ করতেন। তিনি পঞ্চগড় অঞ্চলের অন্যতম মাদক ডিলার হিসেবে পরিচিত। সেনাবাহিনীর নিয়মিত টহল দলের কাছে গোপন তথ্য ছিল যে, শনিবার রাতেই তিনি বড় একটি চালান আনছেন। পরিকল্পনা অনুযায়ী অভিযান চালিয়ে হেলালের বাড়ির একটি ট্রাঙ্ক থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক চার লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী। হেলাল উদ্দিন বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঘাগড়া এলাকার বাসিন্দা এবং মৃত হাসান আলীর ছেলে। পেশায় তিনি সাইকেল মেকানিক হলেও আড়ালে তিনি মাদকের বড় সিন্ডিকেট পরিচালনা করতেন বলে অভিযোগ। অভিযানকালে বোদা থানার পুলিশের সদস্যরাও সেনাবাহিনীর সঙ্গে ছিলেন। পরে হেলালকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বোদা থানার ওসি আজিম উদ্দিন বলেন, সেনাবাহিনীর অভিযানে আটক হেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। দুপুরের মধ্যেই তাকে আদালতে হাজির করা হবে।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *