
রাণীশংকৈলে পুকুর থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরের পানি থেকে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার (৩০ জুন) উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকায় ধুপপুকুরে ভাসমান অবস্থায় পুকুরের পানি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সুত্রে জানা যায়, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পায় ।পরে তাদের চিৎকারে আরও লোকজন এসে মরদেহ দেখতে পায়। এ সময় তারা পুলিশকে খবর দেয় পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, পূর্ব বনগাঁও এলাকায় ধুপপুকুরে ভাসমান অবস্থায় পুকুরের পানিতে একটি অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া গেছে এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়েছে । এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।