সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভার পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একটি র্যালি বের করা হয়৷
পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,পৌরমেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ওসি এস এম জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।
এছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক নেতাকর্মি,সাংবাদিক, শিক্ষক ও ছাত্র-ছাত্রিরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য দেন- সহকারী প্রোগ্রামার মিজানুর রহমান, অধ্যাপক(অব:) আনোয়ারুল ইসলাম ছাত্রী জারিন শুভা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক। শেষে বিভিন্ন প্রতিযোহিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অপরদিকে উপজেলা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শেখ রাসেল দিবস পালন করেন।