সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ছোট নুনতোর গ্রামে ১৮ এপ্রিল মঙ্গলবার আনুমানিক সকাল ১১ টায় পুকুরের পানিতে পড়ে দুই হাফেজিয়া মাদ্রাসা ছাত্রের নিহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন ছোট নুনতোর গ্রামের মো: মকবুল হোসেন এর বড় ছেলে মোঃ সিয়াম (১০) অপর জন হলেন একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো: আল আমিন (১২)তারা দুজনেই প্রতিবেশী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দুই বন্ধু বাড়ির থেকে একটু দূরে পুকুরে পাশে খেলা করার সময় একজনের জুতা পানিতে পড়ে গেলে জুতাটি তুলতে গেলে গভীর পানিতে তলিয়ে যায়। অপর জন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনার চেষ্টা করলে সেও গভীর পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের মানুষ জন টের পেয়ে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে এবং বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস কে খবর দিলে স্থানীয় ও ফায়ারসার্ভিস এর সহযোগিতায় শিশু দুইটি কে উদ্ধার করে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল জানান, আমরা খবর পেয়েই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।