মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃ ভোলা জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোলা জেলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের সঞ্চালনায় জেলা পুলিশের মার্চ/২৩ইং মাসের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মার্চ/২৩ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায় যে, উক্ত মাসে ভোলা জেলায় ০৪ টি খুন, ০১টি দ্রুত বিচার আইন, ০৫টি ধর্ষণ, ২৪টি নারী নির্যাতন, ০৩ টি সিঁধেল চুরি, ০৬টি চুরি, ০১টি সড়ক দুর্ঘটনা, ৩৫টি মাদক দ্রব্য আইনে ও ৮৫টি অন্যান্য মামলাসহ সর্বমোট ১৬৪টি মামলা রুজু হয়েছে। গত মাসে জেলা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৫ টি মামলায় ১৮২৯ পিছ ইয়াবা ও ১৬ কেজি ৬৩৫ গ্রাম গাঁজা সহ ৪৯ জনকে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সার্বিক অপরাধ পর্যালোচনায় দেখা যায় যে, বিগত ফেব্রুয়ারী মাসের তুলনায় মার্চ মাসে খুন, ধর্ষণ ও নারী নির্যাতন সংক্রান্ত রুজুকৃত মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। খুন, ধর্ষণ ও নারী নির্যাতন সংক্রান্ত অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং এর মাধ্যমে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
সভায় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে ও শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানো, ডিজিটাল ডিভাইস, বিশেষ করে মোবাইলের প্রতি যুব সমাজের মাত্রাতিরিক্ত আসক্তি, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা, আসন্ন ঈদ উপলক্ষে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়, দ্রব্যমুল্যে নিয়ন্ত্রন, সড়ক পরিবহন আইন বাস্তবায়নসহ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে পুলিশি কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে সকলকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ সংঘটনের আগেই তা সমাজ থেকে সমূলে উপড়ে ফেলার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা,মো: জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) ভোলা, মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), ভোলা,জনাব প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা শাহীন ফকির,ভোলা জেলা গোয়েন্দা সংস্থার ওসি এনায়েত হোসেন,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি)মোঃ মনির হোসেন মিয়া,তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মুরাদ হোসেন সহ
সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।