মোঃ সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আওতায় দুমকীর পিরতলা বাজারে অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানকে ১০হাজার ৫০০শত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোঃ সোয়াইব মিয়ার নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পিরতলা বাজারের বিভিন্ন ফার্মেসী ও মুদি দোকানে পন্যের মূল্যে,মেয়াদ ও মান যাচাই করা হয়।
অভিযান পরিচালনাকালে রাফি মেডিকেল হল ও নুর ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা এবং জনতা মেডিকেল হলে ঔষধের মোড়কের ওপরে নির্ধারিত মুল্য কেটে অধিক দামে বিক্রয় করায় মোট ৭ হাজার ৫০০ শত টাকা এবং মৃর্ধা ব্রাদ্রার্স মুদি দোকানে পন্যে নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে বিক্রয় করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।